Loksabha Election Result: তৃণমূলকে টেক্কা দেওয়া দূরস্ত, উনিশের আসন সংখ্যাই ছুঁতে পারল না বিজেপি
ABP Ananda LIVE: উত্তরবঙ্গ ও জঙ্গলমহল। উনিশের লোকসভা ভোটে এই দুটো জায়গা থেকে আসন জিতে নিজেদের পায়ের মাটি শক্ত করেছিল তৃণমূল। লোকসভা ভোটে সেই জঙ্গলমহলেই খারাপ ফল করল গেরুয়া শিবির। পাশাপাশি এই প্রতিবেদনেই আপনাদের দেখাব, নিশীথ প্রামাণিক, লকেট চট্টোপাধ্য়ায়ের মতো বিজেপির বেশ কয়েকজন হেভিওয়েট প্রার্থী পরাজয়ের মুখ দেখলেন
মুহুর্মুহু নাটকীয় পটপরিবর্তন। অপ্রত্যাশিত চমকের ঘনঘটা। দেশের সবকটা এক্সিট পোলের ফলাফল সম্পূর্ণ
উল্টেপাল্টে যাওয়া। একদিকে, 'ইস বার, চারশো পার' তো দূরের কথা, NDA তিনশো পার করতে পারল না, আর তার থেকেও বড় কথা, দশ বছরে এই প্রথম, একক সংখ্যাগরিষ্ঠতা ছুঁতে পারল না বিজেপি। আর রাজ্যে, একুশের বিধানসভার মতোই, একেবারে সবুজ ঝড়। এবং রাজ্যের ইতিহাসে প্রথম, লোকসভা ভোটে সর্বকালীন রেকর্ড ভোটে, ডায়মন্ড হারবার কেন্দ্র থেকে জিতলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।