Ground zero seg 1: তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন' | Bangla News

Continues below advertisement

এবার জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক তথা প্রাক্তন মন্ত্রীর বাড়ি থেকে উদ্ধার 'কুবেরের ধন'। জাকির হোসেনের বাড়ি, অফিস, গুদাম, কারখানা থেকে উদ্ধার ১১ কোটি টাকা। রাজ্যের প্রাক্তন মন্ত্রী ও তৃণমূল বিধায়কের বাড়ি, অফিস ও কারখানা থেকে কয়েক কোটি টাকা উদ্ধার করল আয়কর দফতর। গতকাল দিল্লি, কলকাতা, মুর্শিদাবাদে অভিযান চালান আয়কর দফতরের অফিসাররা। আয়কর দফতর সূত্রে জানা গেছে, ৩টি জায়গা থেকে এ পর্যন্ত ১৫ কোটি টাকা বাজেয়াপ্ত করা হয়েছে। এর মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুরের তৃণমূল বিধায়ক ও প্রাক্তন মন্ত্রী জাকির হোসেনের বাড়ি, অফিস, কারখানা ও গুদাম থেকে বাজেয়াপ্ত করা হয়েছে ১১ কোটি টাকা। তৃণমূল বিধায়কের শুধুমাত্র একটি অফিস থেকেই ৯ কোটি টাকা উদ্ধার হয়েছে। এত টাকা কোথা থেকে এল? এভাবে নগদ টাকা কেন লুকিয়ে রাখা হয়েছিল? সবই খতিয়ে দেখছে আয়কর দফতর।

'৩২৫জনের কাছ থেকে ১৯ কোটি নিয়েছিল হুগলির যুব তৃণমূল নেতা (TMC)'। চাকরি (Teacher Recruitment Scam) দেওয়ার নামে ১০০ কোটি তোলার অভিযোগ তাপস মণ্ডলের(Tapas Mondal)। হুগলির একটি কলেজের কর্ণধার যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষ, দাবি তাপসের সিবিআইয়ের(CBI) জিজ্ঞাসাবাদের পরে এমনই দাবি মানিক ঘনিষ্ঠ তাপসের । কুন্তল ঘোষের সঙ্গে তাপসকে মুখোমুখি বসিয়ে সিবিআইয়ের জিজ্ঞাসাবাদ। যুব তৃণমূল নেতা কুন্তল ঘোষের কাছ থেকে বেশ কিছু তথ্য মিলেছে: সিবিআই সূত্র। এখনও পর্যন্ত হুগলির যুব তৃণমূল নেতার কোনও প্রতিক্রিয়া মেলেনি

দিদির দূত কর্মসূচিতে গিয়ে প্রথম দিনেই পূর্ব মেদিনীপুরের পাঁশকুড়ায় প্রাক্তন তৃণমূল বিধায়কের পরিবারের ক্ষোভের মুখে পড়লেন কুণাল ঘোষ। অন্যদিকে খারাপ রাস্তার প্রতিবাদে ভোট বয়কটের ডাক দিলেন ধনঞ্জয়পুরের বাসিন্দারা। সমাধানের আশ্বাস দিয়েছেন তৃণমূলের রাজ্য সাধারণ সম্পাদক। কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। মন্ত্রী গেলেও, বিভিন্ন অভিযোগ নিয়ে প্রশ্ন করছেন গ্রামবাসীরা। কোথাও কোনও দিদির দূতের দেখা পাওয়া যাচ্ছে না। এরপর দিদির দূতেরা গেলে ভগ্নদূত হয়ে ফিরবেন, কটাক্ষ দিলীপ ঘোষের।

আজ ভারত-শ্রীলঙ্কা দ্বিতীয় ওয়ান ডে।  তৈরি ইডেনের ২২ গজ। গ্রিন টপ উইকেট। থাকবে ডিউ ফ্যাক্টরও। আলোয় ভাসছে ইডেন, লেজার শো-এর প্রস্তুতি শেষ। কলকাতায় এসে গেছেন রোহিতরা। বিরাটকে নিয়ে উচ্ছ্বসিত সৌরভ।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram