Jadavpur Incident: 'ছাত্রদের ওপর যারা গাড়ি চালিয়ে দেয়...' কী বললেন সুজন?

ABP Ananda Live: 'বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের ওপর যারা গাড়ি চালিয়ে দেয়, এটা ভয়াবহ, জঘন্যতম। তাদের কাছ থেকে ভদ্রতা, সভ্যতা গণতন্ত্র আশা করতে পারবেন। অসভ্যতা করেছে। আমাদের মিটিং যেমন ছিল সেরকম হল, তারপর অভ্যাবশত লাইব্রেরিতে পড়াশোনা করি। কিছুক্ষণ পর শুনলাম কয়েকজন এসে হইচই করছে, গেটে তালা বন্ধ করে দিয়েছে। কেন করল জানিনা, হয়ত ব্রাত্য বসু আরও কোনও বড় প্রমোশন পাচ্ছেনা তাই সেই কারণে তৃণমূলের রাগ, জানি না', বললেন সুজন।

 

অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি, 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?'

অরূপের সুরে এবার সৌগত, যাদবপুর নিয়ে কড়া হুঁশিয়ারি। 'তৃণমূলের ২-৩ হাজার ঢুকলে কোথায় বাঁচবে?' 'প্রেসিডেন্সির মতো এখানেও এখনও পুলিশ নিয়ে ভাবতে হবে'। 'প্রশাসনিক ব্যবস্থা নিলে হাজার খানেক পুলিশ ঢুকে যাবে'। 'ওটা ওদের সৌভাগ্য যে ছেলেটা আহত, না হলে কেউ সমবেদনা দেখাত না'। 'যাদবপুর তো বাংলার বাইরে নয়, কেউ গেলেই গাড়ি ভাঙবে'। 'যাদবপুরে একটা অসহ্য বাঁদরামির খেলা চলছে, সহ্য করা যায় না'। এর আগে বাবুল, ধনকড়কে বাধা, এবার ব্রাত্যকেও বাধা। ছেলেটা দুর্ভাগ্যজনকভাবে আহত না হলে কেউ সমবেদনা দেখাত না। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola