Jadavpur Incident: 'শিক্ষামন্ত্রীর ওপর হামলা, এই অরাজকতা কীসের জন্য?' প্রশ্ন কুণালের
ABP Ananda Live: 'শিক্ষামন্ত্রীর ওপর হামলা, এই অরাজকতা কীসের জন্য?' প্রশ্ন কুণালের
যাদবপুরকাণ্ডে উল্লেখযোগ্য পর্যবেক্ষণেকলকাতা হাইকোর্টের। 'পুলিশ নিরপেক্ষভাবে কাজ করছে না। কোনও ঘটনায় অতি সক্রিয়, আবার কোনও ঘটনায় নিষ্ক্রিয় থাকছে পুলিশ। ' এই অভিযোগ নিয়ে বিচারপতি তীর্থঙ্কর ঘোষের এজলাসে একটি মামলা দায়ের হয় ছাত্রদের একাংশের তরফে। সেই মামলার শুনানিতেই বিচারপতির স্পষ্ট নির্দেশ, ইন্দ্রানুজ রায়ের অভিযোগের ভিত্তিতে আজই (বুধবার) FIR গ্রহণ করতে হবে পুলিশকে। এক পক্ষের বয়ানের ভিত্তিতে অভিযোগ দায়ের হয়েছে। অপরপক্ষের বয়ান কোথায়? এই প্রশ্নও তুলেছেন মহামান্য বিচারপতি। রাজ্যের রিপোর্ট তলব করেছেন বিচারপতি ঘোষ। আগামী ১২ মার্চের মধ্যে রাজ্যের রিপোর্ট তলব করেছে আদালত। বিচারপতি বলেন, রাজ্যকে রাজ্যের মতো আচরণ করতে হবে।
পুলিশের গা ছাড়া মনোভাবে বিপত্তি, মন্তব্য বিচারপতির
যাদবপুরকাণ্ডে ছাত্রদের তরফে করা মামলায়, এদিন মহামান্য বিচারপতি তীর্থঙ্কর ঘোষ বলেন, এই ঘটনা সহজেই এড়ানো যেত। বিচারপতি বলেন, ' সাদা পোশাকে পুলিশ তো থাকেই। অনেক কাজই আপনারা করেন যেটার অনুমতি থাকে না। পুলিশের গা ছাড়া মনোভাবের জন্য এই বিপত্তি।' বিচারপতির প্রশ্ন, 'স্পেশাল ব্রাঞ্চ এর আধিকারিকরা কেন থাকেন ? এই মামলায় আমি স্পেশাল ব্রাঞ্চকেও যুক্ত করব।'