Recruitment Scam: শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দায় যাদবপুরের তৃণমূল সাংসদ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: হুমায়ুনের পর এবার সায়নী। শিক্ষকদের ওপর পুলিশের লাঠিচার্জের নিন্দায় যাদবপুরের তৃণমূল সাংসদ। 

আরও খবর..

বুধবার দুপুরে কসবায় DI অফিস চত্বরে এভাবেই চাকরিহারাদের লাঠিপেটা করে পুলিশ। চাকরি বাতিল ইস্যুতে এদিন জেলায় জেলায় DI অফিস ঘেরাওয়ের ডাক দেন চাকরিহারারা। কসবায় ব্যারিকেড টপকে DI অফিসে ঢোকার চেষ্টা করলে চাকরিহারাদের বাধা দেয় পুলিশ। শুরু হয় পুলিশের সঙ্গে ব্যাপক ধস্তাধস্তি। এরপরই শুরু হয় লাঠিচার্জ। এমনকী সদ্য চাকরিহারাদের লাথিও মারা হয়। পুলিশের লাঠির আঘাতে, আহত হন বেশ কয়েকজন চাকরিহারা। পাল্টা পুলিশও তাদের উপর আক্রমণের অভিযোগ এনেছে। কসবাকাণ্ডে এবার চাকরিহারাদের বিরুদ্ধে জোড়া মামলা দায়ের করল পুলিশ। একটি জেলা স্কুল পরিদর্শকের করা অভিযোগ, দ্বিতীয়টি কসবা থানার পুলিশের করা স্বতঃপ্রণোদিত মামলা। দুটি মামলাই করা হয়েছে গতকাল চাকরি ফেরত চাইতে আসা অজ্ঞাতপরিচয়দের বিরুদ্ধে। 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola