ABP News

JU News : যাদবপুরের উপাচার্যকে সময়সীমা ! স্বাস্থ্যের কথা নিয়ে কী জানালেন উপাচার্যের স্ত্রী ?

Continues below advertisement

ABP Ananda Live: আজ বিকেল ৪টের মধ্যে কথা বলতে হতো। যাদবপুরের উপাচার্যকে সময়সীমা বেঁধে দিয়েছিলেন পড়ুয়ারা। ওয়েবকুপার বার্ষিক সভাকে কেন্দ্র করে অশান্তির পর কেটে গেছে ৪টে দিন। ভারপ্রাপ্ত উপাচার্য ভাস্কর গুপ্ত অসুস্থ, বিশ্ববিদ্যালয়ে আসছেন না। এই আবহেই উপাচার্যকে সময়সীমা বেঁধে দিলেন আন্দোলনরত পড়ুয়ারা। তাঁদের সঙ্গে কথা না বললে বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। কী বলছেন উপাচার্যের স্ত্রী ? 

 

Madan Mitra: 'শুধু মমতার জন্য সংযত আছি, নইলে...', যাদবপুর নিয়ে এবার হুঁশিয়ারি মদনের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ে অশান্তির আঁচ এখনও অনুভূত হচ্ছে। আর সেই আবহেই হুঁশিয়ারি শোনা গেল তৃণমূল বিধায়ক মদন মিত্রের গলায়। জানালেন, মমতা বন্দ্যোপাধ্যায় সংযত থাকতে বলেছেন বলেই চুপ রয়েছেন তিনি। কিন্তু এই সংযম খুব তাড়াতাড়ি ভেঙে যেতে পারে। (Madan Mitra)

গত শনিবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ে শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর উপস্থিতির সময় থেকে যে অশান্তি ছড়ায়, চতুর্থ দিনেও তার আঁচ রয়েছে। আর সেই আবহেই এবিপি আনন্দে মুখ খুললেন কামারহাটির তৃণমূল বিধায়ক মদন। যাদবপুর নিয়ে হুঁশিয়ারির সুরই শোনা গেল তাঁর গলায়। (Jadavpur University)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram