Jadavpur University: জমায়েত থেকে কয়েকজন পড়ুয়ার গ্রেফতারি ও হেনস্থার প্রতিবাদ, এইট বি বাসস্ট্যান্ডের সামনে পথ অবরোধ। Bangla News

Continues below advertisement

জমায়েত (Mass gathering) থেকে কয়েকজন পড়ুয়ার (Student) গ্রেফতারি (Arrest) ও হেনস্থার (Heckle) প্রতিবাদে এইট বি বাসস্ট্যান্ডের (8B Bus Stand) সামনে পথ অবরোধ করলেন যাদবপুর বিশ্ববিদ্যালয়ের (Jadavpur University) পড়ুয়াদের একাংশ। ঘটনার সূত্রপাত কয়েকদিন আগে। দলিত অধিকার আন্দোলনের (Dalit Rights Movement) এক কর্মী শরদিন্দু উদ্দীপন শিক্ষাপ্রতিষ্ঠানে (Educational Institute) ধর্মনিরপেক্ষতা (Secularism) নিয়ে কয়েকদিন আগে সোশাল মিডিয়ায় পোস্ট (Social Media Post) করেছিলেন। অভিযোগ তাঁকে তার জন্য পুলিশ (Cops) গ্রেফতার করে। ওই ঘটনার প্রতিবাদে কয়েকটি সংগঠন সোমবার কামালগাজির মোড়ে জমায়েত করে। অভিযোগ, সেখান থেকে ৯ জনকে গ্রেফতার করে পুলিশ। এর প্রতিবাদে আজ রাত সাড়ে ৮টা নাগাদ এইট বি মোড়ে পথ অবরোধ (Blockade) করেন কয়েকজন পড়ুয়া। প্রায় ৪০ মিনিট চলে অবরোধ। পরে তাঁরা নিজেরাই অবরোধ তুলে নেন। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram