Jadavpur University : যাদবপুরকাণ্ডে লালবাজারে তলব ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে !

Continues below advertisement

যাদবপুরে ছাত্রমৃত্যুর ঘটনায় আতসকাচের তলায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের ভূমিকাও। লালবাজারে তলব করা হল ডিন অফ স্টুডেন্টস ও রেজিস্ট্রারকে। ডিন অফ অফ স্টুডেন্টস রজত রায় ও রেজিস্ট্রার স্নেহমঞ্জু বসুকে তলব। আজ দুপুর ৩টের সময় রজত রায় ও স্নেহমঞ্জু বসুকে লালবাজারে তলব। ইউজিসি-র নির্দেশিকায় থাকলেও হস্টেল ও ক্যাম্পাসে কেন নেই সিসি ক্যামেরা? মেন হস্টেলে অন্তত ২০ জন প্রাক্তনী থাকতেন, এই অনিয়মে কেন উদাসীন ছিল কর্তৃপক্ষ? বিশ্ববিদ্যালয়ের হস্টেল কি বিনা পয়সার গেস্ট হাউস?
বহিরাগতদের বিশ্ববিদ্যালয়ে ঢোকার ক্ষেত্রে কেন নেই কড়াকড়ি? বিশ্ববিদ্যালয়ের দুই শীর্ষ কর্তাকে জিজ্ঞাসাবাদ করতে চায় পুলিশ।


Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram