Jagadhatri Puja 2021: চন্দননগর, কৃষ্ণনগরে জগদ্ধাত্রী প্রতিমার বিসর্জন, চোখের জলে মা-কে বিদায় | Bangla News
Continues below advertisement
আজ জগদ্ধাত্রী পুজোর দশমী। বিসর্জনের সুর। তবে প্রতিবারের মতো এবছর আলোর শোভাযাত্রা হচ্ছে না চন্দননগরে। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে এবছর চন্দননগরের জগদ্ধাত্রী প্রতিমা বিসর্জনের জন্য দুই দিন রাখা হয়েছে। আজ কিছু প্রতিমা বিসর্জন হবে ও আগামীকাল কিছু প্রতিমা বিসর্জন হবে।
চন্দননগরে (Chandannagar) প্রতিমা বিসর্জনের পালা চলছে। পরপর প্রতিমাগুলিকে নিরঞ্জনের জন্য নিয়ে যাওয়া হচ্ছে। মূলত রানীঘাটে বিসর্জন হচ্ছে। বাগবাজার সর্বজনীনের উদ্যোক্তারা বলেন, তাঁদের প্রতিমা এখানকার দ্বিতীয় উচ্চতম প্রতিমা। তবে আজ বাগবাজারের প্রতিমা বিসর্জন হবে না। আজকে প্রতিমা লরিতে তুলে রাখা হবে। কাল প্রতিমা বিসর্জন করা হবে। ইতিমধ্যেই ঘট ও দর্পণে বিসর্জন হয়ে গিয়েছে। কৃষ্ণনগরেও চলছে প্রতিমা বিসর্জন। তবে কোভিড পরিস্থিতির কথা মাথায় রাখা হচ্ছে।
Continues below advertisement
Tags :
ABP Ananda Immersion Chandannagar Jagadhatri Puja Krishnanagar ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ Jagadhatri Puja 2021 Chandannagar Jagadhatri Puja Mankundu Jagadhatri Puja Chandannagar Bagbazar Jagadhatri Puja Krishnanagar Jagadhatri Puja 2021 Jagadhatri Immersion Jagadhatri Puja Dashami