SIR News: SIR-ইস্য়ুতে সুপ্রিম কোর্টে স্বস্তি কমিশনের | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: ভোটার তালিকা Static থাকতে পারে না। সংশোধন হবেই। আইন, জাতীয় নির্বাচন কমিশনকে ভোটার তালিকার বিশেষ সংশোধন করার ক্ষমতা দিয়েছে। আমরা এই বিষয়টি নিয়ে শুনানি করছি, সেই ক্ষমতাটি সঠিকভাবে ব্যবহার করা হচ্ছে কিনা। আজ শুনানিতে সাফ জানাল সুপ্রিম কোর্ট। বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, নির্বাচন কমিশন তো প্রয়োজনীয় নথির সংখ্যা বাড়িয়েছে। ৭ থেকে বাড়িয়ে এখন ১১ করা হয়েছে। এটা কোনও ব্যতিক্রমী সিদ্ধান্ত নয়, বরং ভোটার-বান্ধব। বিচারপতি সূর্য কান্ত বলেন, কেউ যদি বলে যে, ১১ টি নথিই দেখাতে হবে তাহলে সেটা ভোটার-বিরোধী হতে পারে, কিন্তু যদি ১১ টির মধ্যে একটি দেখাতে বলে তাহলে?
আরও খবর...
নামী সংস্থার লোগো নকল করে কলকাতায় জুতো, ব্যাগ বিক্রির অভিযোগ। উত্তরপ্রদেশের গৌতমবুদ্ধ নগর থানার কাছ থেকে অভিযোগ পেয়ে বউবাজারে হানা কলকাতা পুলিশের। রবীন্দ্র সরণিতে অভিযান কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট ব্রাঞ্চের। ২টি দোকানে হানা দিয়ে ব্র্যান্ডেড কোম্পানির জাল লোগো লাগানো জুতো, ব্যাগ বাজেয়াপ্ত। ২টি দোকানের মালিককে তলব করেছে কলকাতা পুলিশ।
হুগলির সিঙ্গুরে নার্সের রহস্যমৃত্যু। নার্সিংহোম থেকে ঝুলন্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য। মেয়েকে খুনের অভিযোগে রাস্তায় বসে বিক্ষোভ মা-বাবার। মৃত নার্সের বাড়ি পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে। সিঙ্গুরের শিবম সেবাসদন নার্সিংহোমে নার্সের কাজ করতেন। সকালে ওই নার্সকে নিজের ঘরে ঝুলন্ত অবস্থায় দেখতে পান তাঁর সহকর্মী। 'মেয়ের অসুস্থতার কথা জানিয়ে নার্সিংহোমে আসতে বলা হয়'। 'নার্সিংহোম কর্তৃপক্ষ তার আগেই ওই নার্সকে হাসপাতালে নিয়ে যায়'। হাসপাতালে গেলে মেয়ের মৃত্যুসংবাদ দেওয়া হয়, দাবি মৃতার মা-বাবার। নার্সিংহোম কর্তৃপক্ষের প্রতিক্রিয়া এখনও মেলেনি।