Jagdeep Dhankar: পুরভোটের দিনই ট্যুইট করে বিধানসভার অধিবেশনের সমাপ্তি ঘোষণা রাজ্যপালের | Bangla News

Continues below advertisement

রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’। ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ , ট্যুইটে জানালেন রাজ্যপাল।

'রাজ্যপালের এই সিদ্ধান্ত অভুতপূর্ব। এর আগে এই ধারা ব্যবহার করে কোনও রাজ্যপাল (Jagdeep Dhankar) বিধানসভা স্থগিত করেছেন, আমার জানা নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উনি এটা করে চিঠি পাঠাতে পারতেন, কিন্তু উনি ট্যুইট করে দিলেন।' রাজ্যপালের বিধানসভা স্থগিত করার সিদ্ধান্তে পাল্টা তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

এদিকে মুকুল রায়ের দলীয় পরিচয় প্রসঙ্গে কুণাল ঘোষ বলেন, " মুকুল রায় (Mukul Roy) একটি সেয়ানা পাগল। এক সময়ে তিনি তৃণমূলকে (TMC) ব্যবহার করে অনেকের ক্ষতি করেছেন। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) বিরোধিতা করে বিজেপির (BJP) কোলে বসে দোল খাচ্ছিলেন। চূড়ান্ত কুৎসা করেছেন মমতা ও অভিষেকের (Abhishek Banerjee) বিরুদ্ধে। আমি প্রথম থেকে বলেছি, সপ্তাহের তিন দিন বিজেপি অন্য তিনদিন অন্য দল এবং রবিবার তৃণমূলে বসে চা খেয়েছেন উনি। সেয়ানা পাগলকে অবিলম্বে সারদা নারদার জন্য CBI-ED র গ্রেফতার করা উচিত।"

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram