Jagdeep Dhankhar: ‘কার নির্দেশে বৈঠক বয়কট?’, মুখ্যসচিব ও DGP-র কাছে কৈফিয়ত তলব রাজ্যপালের | Bangla News

Continues below advertisement

‘কার নির্দেশে বৈঠক বয়কট?’, এবার মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি-র কাছে কৈফিয়ত তলব রাজ্যপালের (Jagdeep Dhankhar)। শুভেন্দুর (Suvendu Adhikari) নেতাই সফরে বাধার অভিযোগে রিপোর্ট তলব করেছিলেন রাজ্যপাল। মুখ্যসচিব ও ডিজিপিকে রাজভবনে তলব করেছিলেন ধনকড়। করোনা ও গঙ্গাসাগরের কারণে ‘নির্দেশ’ অনুযায়ী যাচ্ছেন না, জানিয়ে পাল্টা চিঠি দেন মুখ্যসচিব ও রাজ্য পুলিশের ডিজি। কার নির্দেশে বৈঠক বয়কট, জানাতে নির্দেশ রাজ্যপালের। বিকেল ৫টার মধ্যে জানাতে নির্দেশ দিয়েছিলেন রাজ্যপাল। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram