Jagdeep Dhankar: কোন ক্ষমতা বলে বিধানসভার অধিবেশন স্থগিত করলেন রাজ্যপাল?| Bangla News

Continues below advertisement

রাজ্য বিধানসভার অধিবেশন ‘স্থগিত’ করলেন রাজ্যপাল। ‘আজ থেকে এই সিদ্ধান্ত কার্যকর’। ট্যুইটে সিদ্ধান্ত নেওয়ার কথা জানালেন রাজ্যপাল জগদীপ ধনকড়। ‘সংবিধানের ১৭৪ নম্বর ধারা অনুযায়ী দেওয়া ক্ষমতা বলে এই সিদ্ধান্ত’ , ট্যুইটে জানালেন রাজ্যপাল। এই নিয়ে আইনজীবী অরুণাভ ঘোষ বলেন, "সংবিধান অনুযায়ী রাজ্যপাল এটি করতে পারেন।"

'রাজ্যপালের এই সিদ্ধান্ত অভুতপূর্ব। এর আগে এই ধারা ব্যবহার করে কোনও রাজ্যপাল (Jagdeep Dhankar) বিধানসভা স্থগিত করেছেন, আমার জানা নেই। এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত। উনি এটা করে চিঠি পাঠাতে পারতেন, কিন্তু উনি ট্যুইট করে দিলেন।' রাজ্যপালের বিধানসভা স্থগিত করার সিদ্ধান্তে পাল্টা তৃণমূল (TMC) সাংসদ সৌগত রায় (Saugata Roy)।

এই প্রসঙ্গে কুণাল ঘোষ (Kunal Ghosh) 'রাজ্যপাল বিধানসভা সম্পর্কে যেটা করেছেন, তা নিয়ে পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে কথা বলেছি। উনি জানিয়েছেন, এই বিষয়ে কোনও সংঘাত বা বৈপরীত্য নেই। রাজ্যপালকে সুপারিশ করা অনুযায়ী তিনি করেছেন। সমস্যা হল, রাজ্যপাল মুদ্রাদোষ অনুযায়ী ট্যুইট করে ফেলছেন। প্রশাসনিক রীতিনীতির বিষয়ে ট্যুইট করে ফেলছেন। উনি সবুজ মনের মানুষ, ট্যুইট করে ফেলেন। ওনাকে বলব গোপন প্রেমে পড়লেও ট্যুইট করবেন না, কিছু জিনিস গোপনে রাখতে হয়।'

অন্যদিকে আজ চার পুরসভার নির্বাচন। আসানসোলের ১২ নং ওয়ার্ডে বুথ দখলের চেষ্টা। গ্রামবাসীরা বাধা দিতে গেলে গুলি চালানো হয়। তৃণমূলের বিরুদ্ধে গুলি চালানোর অভিযোগ। 'সিপিএম প্রার্থীকে ভয় দেখাতেই গুলি', ফেসবুক লাইভে দাবি প্রার্থীর মেয়ের।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram