Jalpaiguri News:স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের ছক? পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। ABP Ananda Live
স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের ছক? এক সন্দেহভাজনকে আটক করে গাড়িতে তোলার সময় পুলিশকে লক্ষ্য করে চলল গুলি। গতকাল রাত ২টো নাগাদ জলপাইগুড়ি শহরের দিনবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ সূত্রে খবর, কয়েকজন দুষ্কৃতীকে স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির তালা ভাঙতে দেখেন নিরাপত্তা রক্ষীরা। রাতের তল্লাশিতে বেরিয়ে ঘুরতে ঘুরতে সেখানে পৌঁছয়
পুলিশের টহলদারি ভ্যান। একজনকে আটক করে গাড়িতে তোলার সময়, পুলিশকে লক্ষ্য করে ৩-৪ রাউন্ড গুলি চলে বলে সূত্রের খবর। ব্যবসায়ীর বাড়ির নিরাপত্তা রক্ষীদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে জলপাইগুড়ি কোতয়ালি থানার পুলিশ। এই ঘটনায় নিরাপত্তা নিয়ে আতঙ্কিত ব্যবসায়ীরা।
স্বর্ণ ব্যবসায়ীর বাড়ির সামনে দাঁড়িয়েছিল সাদা রঙের গাড়ি। অত রাতে চারজনকে দাঁড়িয়ে থাকতে দেখে সন্দেহ হয় টহলরত পুলিশ কর্মীদের। একজনকে ধরেও ফেলে পুলিশ। আটক ব্যক্তিকে পুলিশের গাড়িতে তোলার সময়, দাঁড়িয়ে থাকা গাড়ি থেকে গুলি ছুটে আসে। সেই সুযোগে পুলিশের হাত ছাড়িয়ে পালায় আটক দুষ্কৃতী। এরপর দুষ্কৃতীদের গাড়ি ধাওয়া করে পুলিশ। আশেপাশের দোকানের পিলার ভেঙে গাড়ি নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা। জলপাইগুড়ির দিনবাজারে পুলিশি তৎপরতায় স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে লুঠের ছক বানচাল হলেও, দুষ্কৃতীরা