Jalpaiguri Bear Panic: ধরা পড়েনি ভালুক, আতঙ্কে জলপাইগুড়িতে বন্ধ মর্নিং ওয়াক | Bangla News

Continues below advertisement

জলপাইগুড়ি শহরে ভালুক-আতঙ্ক। ভালুক ধরা না পড়ায়, প্রাতর্ভ্রমণে জারি হল নিষেধাজ্ঞা। রাতে এলাকায় ঘুরে মাইকে প্রচার করেন জলপাইগুড়ি পুরসভার প্রশাসকমণ্ডলীর ভাইস চেয়ারম্যান। ভালুক ধরতে শহরের ৮ নম্বর ওয়ার্ডের কিং সাহেবের ঘাট সংলগ্ন ক্লাব রোডে পাতা হল খাঁচা। প্রস্তুত বন দফতরও। উত্তরবঙ্গের বিভিন্ন রেঞ্জ থেকে বন কর্মী ও ওয়াইল্ড লাইফ স্কোয়াডকে আনা হয়েছে। প্রস্তুত রাখা হয়েছ সার্চ লাইট লাগানো ও ট্র্যাঙ্কুলাইজ করার ক্ষমতাসম্পন্ন ঐরাবত ভ্যান।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram