Durga Pujo: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ির ৫০০ বছরের পুরনো পুজো, দেবীকে তুষ্ট করতে রয়েছে একাধিক নিয়ম
ABP Ananda LIVE: জলপাইগুড়ির বৈকুন্ঠপুর রাজবাড়ি। ৫০০ বছরের বেশি সময় ধরে মা দুর্গার আরাধনা করছেন তাঁরা। দেবীকে তুষ্ট করতে এখানে রয়েছে একাধিক নিয়ম। পুজোর যখন বাকি আর মাত্র কয়েকদিন তখন মা এবং তাঁর চার সন্তানকে সাজিয়ে তুলতে কোমড় বেঁধে নেমে পড়েছেন বাড়ির সদস্য়রা।
এবার অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal)গ্রামেই তৃণমূলের গোষ্ঠীকোন্দল(tmc inner clash)। নানুরের হাটসেরান্দি গ্রামে বীরভূমের(Birbhum) তৃণমূল জেলা সভাপতির অনুগামীদের পেটানোর অভিযোগ উঠল দলের অপর গোষ্ঠীর বিরুদ্ধে। একজন আহত হন। অনুব্রতর জেলযাত্রার পরেই হাটসেরান্দিতে বেশ কয়েকজন তৃণমূল কর্মী গ্রামছাড়া হন। জেলমুক্তির পর অনুব্রত হাটসেরান্দি যান। ওইদিনই জেলা সভাপতিকে প্রণাম করে গ্রামে ফেরেন ঘরছাড়া তৃণমূল কর্মীরা। অভিযোগ, অনুব্রত ফিরে যেতেই তাঁর অনুগামীদের প্রথমে হুমকি ও পরে মারধর করা হয়। নানুর বিধানসভার দায়িত্বে রয়েছেন কাজল শেখ। জেলা রাজনীতিতে তিনি অনুব্রত-বিরোধী বলে পরিচিত। বিজেপির দাবি, তৃণমূল মানেই কাটমানির ভাগাভাগি নিয়ে কোন্দল। অনুব্রত ঘনিষ্ঠ কেরিম খান স্বীকার করেছেন এটা দলেরই গোষ্ঠীদ্বন্দ্ব।