BJP News: জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল, নেপথ্যে কোন কারণ? ABP Ananda Live
ABP Ananda Live: নতুন জেলা সভাপতির নাম ঘোষণা হতেই জলপাইগুড়ি জেলায় প্রকাশ্যে বিজেপির কোন্দল। রাজ্য এবং কেন্দ্রীয় নেতৃত্বের বিরুদ্ধে তোপ দেগেছে জেলা বিজেপির বিক্ষুব্ধ গোষ্ঠী। নতুন জেলা সভাপতি হয়েছেন শ্যামল রায়। RSP, তৃণমূল হয়ে বিজেপিতে যোগ দিয়েছেন নতুন জেলা সভাপতি, অভিযোগ প্রাক্তন জেলা সহ সভাপতির। দলীয় কর্মীদের অন্ধকারে রেখেই জেলা সভাপতি পদে শ্যামল রায়কে বসানো হয়েছে, অভিযোগ প্রাক্তন জেলা সহ-সভাপতির। নতুন জেলা সভাপতির প্রতিক্রিয়া এখনও মেলেনি।
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান
কোচবিহারের দিনহাটায় বিধ্বংসী আগুনে পুড়ে ছাই হয়ে গেল ১৮টি দোকান। ভোর সাড়ে ৪টে নাগাদ চওড়াহাটে আগুন লাগে। দ্রুত আগুনের গ্রাসে চলে যায় একের পর এক দোকান। দমকলের ২টি ইঞ্জিনের ঘণ্টাদুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ভস্মীভূত হয়ে যায় ১৮টি দোকান। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। সকালে ঘটনাস্থলে যায় দিনহাটার বিধায়ক ও উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ ও দিনহাটা পুরসভার চেয়ারম্যান।