Partha Chatterjee: প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই

ABP Ananda Live: আরও বিপাকে পার্থ চট্টোপাধ্যায়। স্কুলে নিয়োগ দুর্নীতি মামলায় এবার প্রাক্তন শিক্ষামন্ত্রীর বিরুদ্ধে 'রাজসাক্ষী' হতে চাইলেন তাঁরই জামাই কল্যাণময় ভট্টাচার্য। তবে এই সিদ্ধান্ত নেওয়ার জন্য তাঁর উপর কেউ প্রভাব খাটায়নি। উল্লেখ করা হয়েছে ED-র বিশেষ আদালতের রায়ের কপিতে। 

 

মুর্শিদাবাদ যাবেন বিরোধী দলনেতা, শুভেন্দুর গাড়ির সামনে দাঁড়ানোর হুঁশিয়ারি হুমায়ুনে

শুভেনদু অধিকারী তাঁর 'চ্যাংদোলা' মন্তব্য প্রত্যাহার না করলে, মুর্শিদাবাদে ঢুকলে তাঁকে আটকানোর হুঁশিয়ারি দিয়েছেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবীর। তাকে চ্য়ালেঞ্জ করে জেলা বিজেপি নেতৃত্ব জানিয়ে দিল, এক মাসের মধ্যেই মুর্শিদাবাদে যাবেন বিরোধী দলনেতা। হুমায়ুন কবীরের হুঁশিয়ারি, তিনি নিজে শুভেন্দু অধিকারীর গাড়ির সামনে দাঁড়াবেন। 

 

রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের, ঘোষণা শুভেন্দুর

রামনবমীর দিনই নন্দীগ্রামের সোনাচূড়ায় শিলান্যাস হবে রামমন্দিরের। সাড়ে ৩ বিঘা জমিতে অযোধ্যার আদলে তৈরি হবে এই মন্দির। আজ নন্দীগ্রাম দিবসে ঘোষণা করলেন শুভেন্দু অধিকারী। 

 

JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola