Jalpaiguri : এবার জলপাইগুড়িতে প্রাথমিক শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ

Continues below advertisement

এবার জলপাইগুড়িতে প্রাথমিকের শিক্ষক পদে চাকরি দেওয়ার নামে প্রতারণার অভিযোগ উঠল তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য ও এক শিক্ষকের বিরুদ্ধে। থানায় অভিযোগ জানানোর পাশাপাশি আদালতের দ্বারস্থ হয়েছেন জলপাইগুড়ি শহরের বাসিন্দা দীপান্বিতা দত্তবণিক। আদালতের নির্দেশে তদন্ত শুরু হয়েছে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার। নিজেকে টেট উত্তীর্ণ বলে দাবি করে চাকরিপ্রার্থীর অভিযোগ, তৃণমূলের জলপাইগুড়ি জেলা কমিটির প্রাক্তন সদস্য তাঁর সঙ্গে সোমনাথ বসু নামে এক শিক্ষকের পরিচয় করিয়ে দেন। চাকরি দেওয়ার নামে ওই শিক্ষক গতবছরের জানুয়ারিতে ৪ লক্ষ টাকা নেন। চাকরি না পেয়ে টাকা ফেরত চাওয়ার পর চেক বাউন্স করে বলে অভিযোগ। ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত শিক্ষক।
তাঁকে ফাঁসানো হচ্ছে বলে দাবি করেছেন তৃণমূলের জেলা কমিটির প্রাক্তন সদস্য। তাঁর সমর্থনে সুর চড়িয়েছে তৃণমূল নেতৃত্ব। বিজেপির প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram