Jalpaiguri Weather: ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে? কেন আগাম সতর্কতা দেওয়া যায়নি? স্পষ্ট জানাল আবহাওয়া দফতর
গতকালে ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে। জানালো আলিপুর আবহাওয়া দফতর। এ ধরনের টর্নেডোর পূর্বাভাস দেওয়া যায় না। তিনটে পনেরো মিনিট থেকে সাত মিনিটের এই ঝড়ে গতিবেগ ছিল সর্বোচ্চ ৭৫ কিলোমিটার প্রতি ঘন্টায়। এই ঝড়ের উৎপত্তিস্থল ছিল নেপাল। ময়নাগুড়িতে মিনি টর্নেডোই হয়েছে? কেন আগাম সতর্কতা দেওয়া যায়নি? স্পষ্ট জানাল আবহাওয়া দফতর।