Jay Prakash Majumdar: CBI, ED অনেক কথা বলে, এই জিনিসগুলো প্রমাণ করতে গেলে দম ছুটে যাবে: জয়প্রকাশ

Continues below advertisement

ABP Ananda LIVE: ২০১৪-র পর ১৭টি পুরসভায় অর্ধেকের বেশি নিয়োগই বেআইনি, দাবি সিবিআইয়ের । নিয়োগ দুর্নীতির তদন্তে প্রথম চার্জশিটে চাঞ্চল্যকর দাবি সিবিআইয়ের । ১৭টি পুরসভায় ১ হাজার ৮২৯জনের নিয়োগ বেআইনি, দাবি কেন্দ্রীয় এজেন্সির । সবথেকে বেশি বেআইনি নিয়োগ দঃ দমদম পুরসভায়, উল্লেখ সিবিআই চার্জশিটে । দক্ষিণ দমদম পুরসভায় টাকার বিনিময়ে ৩২৯ জনের নিয়োগ, দাবি সিবিআইয়েরকামারহাটি: ৩০৩, বরানগর: ২৭৬, টিটাগড়: ২২১ জনের নিয়োগ বেআইনি: সিবিআই । কৃষ্ণনগর পুরসভায় ২০০, রানাঘাট: ১০১জনের বেআইনি নিয়োগ: সিবিআই চার্জশিট । কাঁচরাপাড়া, বাদুড়িয়া, হালিশহর, নিউ ব্যারাকপুর, দমদম পুরসভাতেও বেআইনি চাকরির অভিযোগ।

এবার নিশিকান্ত দুবের প্রস্তাবকে সমর্থন মুর্শিদাবাদের বিজেপি বিধায়কের। মালদা, মুর্শিদাবাদকে কেন্দ্রশাসিত অঞ্চলের আওতায় আনার দাবি গৌরীশঙ্কর ঘোষের। ২০২২ সালে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকে চিঠি পাঠিয়েছিলেন গৌরীশঙ্কর। 'মালদা, মুর্শিদাবাদের সঙ্গে বিহারের কিষাণগঞ্জ, আরারিয়া, কাটিহার'। বাংলা-বিহারের ৫ জেলা নিয়ে গতকাল কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি করেন বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে। রাজ্যপালের বিরুদ্ধে একের পর এক বিল আটকে রাখার অভিযোগ। রাজ্যপাল, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রককে নোটিস সুপ্রিম কোর্টের। রাজ্যপালের বিরুদ্ধে বিল আটকে রাখার অভিযোগে সুপ্রিম কোর্টের দ্বারস্থ রাজ্য। রাজ্যের দায়ের করা মামলায় নোটিস সুপ্রিম কোর্টের। ৩ সপ্তাহ পর ফের শুনানি।'বিলগুলি রাষ্ট্রপতির কাছে পাঠানো হয়েছে'। মামলার পর জানায় রাজভবন, সওয়াল রাজ্যের আইনজীবীর। আজ দিল্লি যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অভিষেককে নিয়ে দিল্লি যাচ্ছেন মমতা।  কাল যোগ দেবেন নীতি আয়োগের বৈঠকে। 'বাংলাকে ভাগ করার চেষ্টা করছে বিজেপি', নীতি আয়োগের বৈঠকে যোগ দিতে যাওয়ার আগে কেন্দ্রের শাসক দলকে তীব্র আক্রমণ মমতার।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram