Book Release: প্রকাশ পেল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের নতুন বই ভাঙা ঘরের শব্দ | ABP Ananda LIVE

ABP Ananda LIVE: প্রকাশ পেল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের নতুন বই ভাঙা ঘরের শব্দ। এটি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের 'ভাঙা ঘর' সিরিজের দ্বিতীয় বই। শনিবার রিজেন্ট পার্কের একটি কাফেতে প্রকাশ করা হয় বইটি। 

সাংসারিক ঝামেলা। চার দেওয়ালের মধ্য়ে তা না মেটানো গেলে কাঠগড়ায় ওঠে স্বামী স্ত্রীর সম্পর্ক। বিচারক, আইনজীবী, তাঁদের সামনেই প্রকাশ্য়ে আসে সম্পর্কের জটিলতা। আর এই সবের মাঝে সবচেয়ে বেশি ভুক্তভোগী হয় সন্তান। বাস্তবে এমন ঘটনা ঘটে আকছার। কিন্তু একজন আইনজীবী, তিনি কীভাবে দেখেন এই ঘটনাগুলি? এবার এক আইনজীবীর কলমেই ফুটে উঠল এমনই একাধিক সাংসারিক টানাপোড়েনের গল্প।
প্রকাশ পেল আইনজীবী জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের নতুন বই -ভাঙা ঘরের শব্দ। এটি জয়ন্তনারায়ণ চট্টোপাধ্য়ায়ের 'ভাঙা ঘর' সিরিজের দ্বিতীয় বই।
যেখানে রয়েছে মোট ৬ টি গল্প।  উপস্থিত ছিলেন রাজ্য় মহিলা কমিশনের চেয়ারপার্সন লীনা গঙ্গোপাধ্য়ায়, আইনজীবী ও প্রযোজক অতনু রায়চৌধুরী, দীপ প্রকাশনির কর্ণধার কল্পনা মণ্ডল, অভিনেতা দিগন্ত বাগচী এবং সাহিত্য়িক বিনায়ক বন্দ্য়োপাধ্য়ায়।


JOIN US ON

Whatsapp
Telegram
Sponsored Links by Taboola