Jayanta Singh: কিশোরকে অত্যাচারের মামলায়, জয়ন্তর শাগরেদকে জামিন দিল আদালত ! | ABP Ananda LIVE

Continues below advertisement

ABP Ananda LIVE: কিশোরকে অত্যাচারের মামলায়, জয়ন্তর শাগরেদ প্রসেনজিৎ দাস ওরফে লাল্টুকে জামিন দিল আদালত! ধৃতের আইনজীবীর বিভিন্ন প্রশ্নের উত্তর এদিন দিতে পারেননি সরকারি আইনজীবী। অন্যদিকে আরও জানা গেছে, ২০১৬ আর ২০২০ সালে দু-দুবার গ্রেফতার হয় জয়ন্ত সিং। দুবারই অস্ত্র আইনে তার বিরুদ্ধে মামলা হয়। সব মিলিয়ে পাঁচবার গ্রেফতার হয়েছে জয়ন্ত। তাও তার দৌরাত্ম্য বন্ধ করা যায়নি। 

বিধানসভা, পঞ্চায়েত, লোকসভার পর উপনির্বাচনেও রাজ্যে মুখ থুবড়ে পড়েছে বিজেপি। এত হাঁকডাকের পরও কেন আশানুরূপ ফল হল না, কাটাছেঁড়া শুরু হয়েছে দলের অন্দরেই। সেই আবহেই এবার দলীয় বৈঠকে বার্তা দিলেন রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। তাঁর বক্তব্য, "CBI-কে গ্রেফতার করে নিতে বলুন, আমরা জিতে যাব, সেটা আর হবে না।" (Sukanta Majumdar)

লোকসভা নির্বাচনের আগে রাজ্য বিজেপির একাধিক শীর্ষ নেতার মুখে বার বার কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীর কথা শোনা যেত। প্রায় নিত্য়দিনই CBI-ED নিয়ে হুঁশিয়ারি, কেন্দ্রীয় বাহিনী দিয়ে নির্বিঘ্নে ভোট করানোর আশ্বাস, পাশাপাশি তৃণমূলকে শায়েস্তা করার হুঙ্কার শোনা যেত। এর পরও লোকসভা নির্বাচনে শোচনীয় হার হয় দলের।  সম্প্রতি উপনির্বাচনেও দখলে থাকা তিনটি বিধানসভা আসন হাতছাড়া হয়ে গিয়েছে। তাই  কেন্দ্রীয় এজেন্সি এবং কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে হুঙ্কার ছাড়া উচিত ছিল কি না, তা নিয়ে বিজেপি-র অন্দরেই প্রশ্ন উঠছে। (West Bengal BJP)

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram