ABP News

Jaynagar Clash :দলুয়াখাকি গ্রামের মহিলা-শিশুরা আশ্রয় এখন দক্ষিণ বারাসাতের সিপিএম পার্টি অফিসে, উপস্থিত সুজন, কান্তি

Continues below advertisement

জয়নগরে  ( Jaynagar ) তৃণমূলের ( TMC ) অঞ্চল সভাপতি খুনের পর জ্বলেছে দলুয়াখাকি গ্রাম। বেছে বেছে সিপিএম ( CPM )  কর্মী, সমর্থকদের বাড়িতে লাগানো হয়েছে আগুন। জ্বলে-পুড়ে খাক ঘর গৃহস্থালি। পুরুষ শূন্য গ্রাম। প্রাণ বাঁচাতে বাচ্চাদের নিয়ে রাতে জঙ্গলে আশ্রয় নিয়েছিলেন মহিলারা। এই মুহূর্তে তাঁদের ঠিকানা দক্ষিণ বারাসাতের সিপিএম পার্টি অফিস। এখানেই রয়েছেন ২৫-৩০টি পরিবারের মহিলারা। সেখানে পৌঁছেছেন সুজন চক্রবর্তী, কান্তি গঙ্গোপাধ্যায়। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram