Jaynagar News: জয়নগরে দফায় দফায় উত্তেজনা। ফাঁড়িতে আগুন। এসডিপিও-কে তাড়া
ABP Ananda LIVE: আর জি কর-কাণ্ডের মধ্যেই ছাত্রীকে ধর্ষণ-খুনের অভিযোগে রণক্ষেত্র জয়নগর। বিচারের দাবিতে মহিষমারিতে ফের পুলিশকে ঘিরে বিক্ষোভ গ্রামবাসীদের। দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে তাড়া করে ফাঁড়িতে আগুন, বাইক ভাঙচুর। গতকাল দুপুর থেকে নিখোঁজ, মহিষমারি ফাঁড়ি থেকে ফেরানোর অভিযোগ। রাতে মহিষমারি ফাঁড়ি থেকে ফিরিয়ে কুলতলি থানায় যেতে বলার অভিযোগ। নিষ্ক্রিয়তার অভিযোগে বারুইপুরের এসডিপিএকে লাঠি হাতে গ্রামবাসীদের তাড়া। গ্রামবাসীদের তাড়ায় এলাকায় ঢুকতেই পারলেন না তৃণমূল বিধায়ক। হাসপাতালে গিয়েও ফিরতে হল তৃণমূল সাংসদকে, গো ব্যাক স্লোগান। রাতে বাড়ির কাছে জলাজমি থেকে বালিকার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার।ছাত্রীকে খুনের অভিযোগে গ্রেফতার ১, ৭দিনের পুলিশ হেফাজত।
আরও খবর...
৯ বছরের বালিকাকে ধর্ষণ করে খুনের অভিযোগ ঘিরে অগ্নিগর্ভ জয়নগরের মহিষমারি এলাকা। দক্ষিণ বারাসাত থেকে মহিষমারি যাওয়ার রাস্তা অবরোধ, পুলিশকে ধাওয়া করে ঝাঁটাপেটা করেন মহিলারা। মহিষমারি পুলিশ ফাঁড়ি ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় উত্তেজিত জনতা। ফাঁড়ির বাইরে মোটরবাইক, সাইকেলে আগুন, প্রাণভয়ে লুকিয়ে পড়েন পুলিশ কর্মীরা। ফিরে যেতে হয় র্যাফকে। বারুইপুরের SDPO অতীশ বিশ্বাসকে লাঠি হাতে তাড়া করেন স্থানীয়রা। পরিস্থিতি সামাল দিতে জয়নগর থানা থেকে বিশাল পুলিশ পাঠানো হয়। কাঁদানে গ্যাসের শেল ফাটায় পুলিশ। পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইটবৃষ্টি হয়। পুলিশকেও ইট ছুড়তে দেখা যায়। ঘটনাস্থলে যান বারুইপুর পুলিশ জেলার পুলিশ সুপার পলাশচন্দ্র ঢালি ও অতিরিক্ত পুলিশ সুপার রূপান্তর সেনগুপ্ত।