Jaynagar: তৃণমূলের সভাপতিকে খুন, সিপিএমের বিরুদ্ধে অভিযোগ মৃতের বাবার

Continues below advertisement

দক্ষিণ ২৪ পরগনার জয়নগরে জোড়া খুন। কাকভোরে , বাড়ির কাছেই গুলি করে খুন করা হল তৃণমূলের অঞ্চল সভাপতিকে। দুই অভিযুক্তকে ধাওয়া করে উত্তেজিত জনতা। একজনকে পিটিয়ে মারার অভিযোগ। আরেকজনকে গ্রেফতার করে জয়নগর থানার পুলিশ। এরপর দলুয়াখাকি এলাকায় ৮টি বাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়। ফিরিয়ে দেওয়া হয় দমকলের গাড়ি।
মৃত সইফুদ্দিন লস্কর তৃণমূলের বামনগাছি অঞ্চলের সভাপতি। তাঁর স্ত্রী বামনগাছি গ্রাম পঞ্চায়েতের তৃণমূলের প্রধান। স্থানীয় সূত্রে খবর, আজ ভোর পৌনে ৫টা নাগাদ নমাজ পাঠের জন্য বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমূল অঞ্চল সভাপতি সইফুদ্দিন লস্কর। অভিযোগ, সেই সময় তাঁকে লক্ষ্য করে গুলি চালায় ৪-৫ জন দুষকৃতী। ঘটনাস্থলেই মৃত্যু হয় তৃণমূল অঞ্চল সভাপতির।
খুনের কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। মৃত তৃণমূল নেতার বাবার দাবি, সিপিএম ও বিরোধীরাই খুনের জন্য দায়ী। একই দাবি করেছেন ক্যানিং পূর্বের বিধায়ক সওকত মোল্লাও। যদিও বারুইপুর পূর্বের তৃণমূল বিধায়ক বিভাস সর্দার দুষকৃতীদের দিকেই আঙুল তুলেছেন। খুনের কারণ খতিয়ে দেখছে জয়নগর থানার পুলিশ। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram