Jaynagar Update: পুড়ে ছাই ঘরবাড়ি, কবে গ্রামে ফিরতে পারবেন? প্রশ্ন দলুয়াখাকির মানুষদের

Continues below advertisement

খুন, খুনের বদলা খুন এবং তারপর আগুন-ভাঙচুর-লুঠপাট। জয়নগরজুড়ে এখনও ভয়ের পরিবেশ। ৪৮ ঘণ্টা পার, মাত্র একজনকে গ্রেফতার করেছে পুলিশ
খুনে অভিযুক্তকে প্রকাশ্যে পিটিয়ে মারা অথবা সিপিএম কর্মী, সমর্থকদের বাড়িতে ভাঙচুরকাণ্ডে অভিযুক্তরা এখনও অধরা। পুরুষশূন্য দলুয়াখাকি গ্রাম, পুড়ে ছাই ঘরবাড়ি। আশ্রয়হীনদের ঠিকানা এখন দক্ষিণ বারাসাতে সিপিএমের পার্টি অফিস। সকলেই জানতে চান, কবে ফিরবেন গ্রামে? কে দেবে তাঁদের নিরাপত্তা?

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram