Nadia Drama Contro: 'বাংলায় আর বিরোধিতা সম্ভব নয়', 'ব্যারিকেড' বিতর্কে মন্তব্য সৌম্য আইচ রায়ের

Continues below advertisement

ফের শাসকের রোষে নাটক? সংস্কৃতির মঞ্চে ফের নীতি- পুলিশিগিরির অভিযোগ ক্ষমতাসীনের বিরুদ্ধে। ঘটনাস্থল সেই নদিয়া, এবারও কাঠগড়ায় তৃণমূল। উৎপল দত্ত রচিত ‘ব্যারিকেড’ নাটকেই ‘নিষেধাজ্ঞার ব্যারিকেড’ দেওয়ার অভিযোগ উঠল তৃণমূল পরিচালিত নবদ্বীপ পুরসভার বিরুদ্ধে। চাকদা নাট্যজনের সম্পাদক সুমন পালের সোশাল মিডিয়ার পোস্টে অভিযোগ, উৎপল দত্ত রচিত ও দেবেশ চট্টোপাধ্যায় নির্দেশিত ‘ব্যারিকেড’ নাটক বন্ধ করে দেওয়া হল। ২৩ জানুয়ারি নবদ্বীপের রবীন্দ্র ভবনে ওই নাটক মঞ্চস্থ হওয়ার কথা ছিল। চাকদা নাট্যজনের সম্পাদকের অভিযোগ, গতকাল দুপুরে নবদ্বীপ পুরসভার তরফে উদ্যোক্তাদের জানিয়ে দেওয়া হয়, 'ব্যারিকেড' নাটক মঞ্চস্থ করা যাবে না। নবদ্বীপ পুরসভার প্রতিক্রিয়া এখনও মেলেনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram