Jhalda case: ঝালদা পুরসভার মামলায় আদালতে ফের ধাক্কা রাজ্যের
ঝালদা (Jhalda) পুরসভার মামলায় আদালতে ধাক্কা রাজ্যের। চেয়ারম্যান পদে পুনর্বহাল শীলা চট্টোপাধ্যায়, নির্দেশে জানাল ডিভিশন বেঞ্চ। সিঙ্গল বেঞ্চ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত চেয়ারম্যান পদে বহাল থাকবেন শীলা, নির্দেশ ডিভিশন বেঞ্চের। রাজ্যের মনোনীত চেয়ারম্যান সুদীপ কর্মকারের অপসারণ নিয়ে সিঙ্গল বেঞ্চের নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। গত ২০ জানুয়ারি বিচারপতি অমৃতা সিন্হার নির্দেশ বহাল রাখল ডিভিশন বেঞ্চ। শীলা চট্টোপাধ্যায়ের প্রার্থীপদ খারিজ নিয়ে এসডিও-র নির্দেশিকার ওপরও বহাল থাকবে অন্তর্বর্তী স্থগিতাদেশ। মূল মামলা সিঙ্গল বেঞ্চে ফেরত পাঠাল ডিভিশন বেঞ্চ। নির্দেশ বিচারপতি অরিজিৎ বন্দ্যোপাধ্যায় ও বিচারপতি অপূর্ব সিন্হা রায়ের ডিভিশন বেঞ্চের (Division bench)।