Jhalda Murder: 'যতটা সম্ভব সাহায্য করেছি', তপন কান্দু-খুনে CBI-জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে নেপাল মাহাতো
Continues below advertisement
ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু (Tapan Kandu) খুনে এবার নেপাল মাহাতোকে জিজ্ঞাসাবাদ সিবিআইয়ের (CBI)। কংগ্রেসের পুরুলিয়া জেলা সভাপতিকে ২ ঘণ্টা জিজ্ঞাসাবাদ। অস্থায়ী ক্যাম্পে করা হল বয়ান রেকর্ড। সিবিআইয়ের (CBI) জিজ্ঞাসাবাদ প্রসঙ্গে কংগ্রেস নেতা বলেন, "বিভিন্ন বিষয়েই জানতে চাওয়া হয়েছে। ঘটনাটা নিয়ে ওরা তদন্ত করছে। যদি এই বিষয়ে আমি কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিতে পারি সেই জন্যই ওরা ডেকেছিল। আমিও আমার তরফে যতটা সম্ভব ততটা তথ্য দিয়ে সিবিআইকে সাহায্য করেছি।" গত ১৩ মার্চ দুষ্কৃতীদের গুলিতে খুন হন ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু।
Continues below advertisement
Tags :
ABP Ananda CBI ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ সিবিআই নেপাল মাহাতো Jhalda News Jhalda Congress Councillor Death Nepal Mahata CBI Interogates Nepal Mahata