Jhargram News: ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য়মৃত্য়ু, কী রয়েছে ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে?
ABP Ananda Live: ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য়মৃত্য়ু। 'ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, শরীরে কিছু ঢোকানো হয়েছে'। 'যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর এবং তার থেকেই মৃত্যু'। ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দীপ্র ভট্টাচার্যর মৃত্যুতে রহস্য ঘনীভূত। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন। এই ফোনেই কি লুকিয়ে রয়েছে মৃত্যু রহস্যের চাবিকাঠি? গতকাল ঝাড়গ্রামের একটি লজ থেকে অ্যানাস্থেটিস্ট দীপ্র ভট্টাচার্যর দেহ উদ্ধার হয়।
আর জি কর-কাণ্ডের পর নারী নিরাপত্তা নিয়ে তোলপাড় গোটা রাজ্য। এদিকে এমনই এক আবহে সন্দেশখালির বিজেপি নেত্রী রেখা পাত্রকে কুরুচিকর ভাষায় আক্রমণ করেন ফিরহাদ হাকিম বলে অভিযোগ। যদিও এই অভিযোগ অস্বীকার করেছেন তিনি। তবে ফিরহাদের সমর্থন এবার পাশে দাঁড়িয়েছেন মদন মিত্র। তাঁর স্পষ্ট বক্তব্য, 'মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।'
এদিন মদন মিত্র বলেন, এর মধ্যে এফআইআর এর কী হবে আমি জানি না। ফলে ধরুন, যারা টিয়া পাখি নিয়ে বসে, এই দিন অমুকের মৃত্যু হবে, অমুকের জন্ম হবে, অমুক এই দিন চন্দ্রযানে যাবে, এই সবেই তো এফআইআর হওয়া উচিত। এফআইআর-টা কেন ? ভবিষ্যত বক্তব্যের জন্য তো ? মাল বলার মধ্যে তো কোনও অন্যায় নেই। বিজেপি তো মাল-ই।