Jhargram News: ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য়মৃত্য়ু, কী পাওয়া গেল ময়নাতদন্তের রিপোর্টে?

Continues below advertisement

ABP Ananda Live: ঝাড়গ্রামে চিকিৎসকের রহস্য়মৃত্য়ু। 'ময়নাতদন্তের রিপোর্টে উল্লেখ, শরীরে কিছু ঢোকানো হয়েছে'। 'যার কারণে মাল্টি অর্গ্যান ফেলিওর এবং তার থেকেই মৃত্যু'। ঝাড়গ্রাম মেডিক্য়াল কলেজের সিনিয়র রেসিডেন্ট ডাক্তার দীপ্র ভট্টাচার্যর মৃত্যুতে রহস্য ঘনীভূত। বাজেয়াপ্ত করা হয়েছে একটি মোবাইল ফোন। এই ফোনেই কি লুকিয়ে রয়েছে মৃত্যু রহস্যের চাবিকাঠি? গতকাল ঝাড়গ্রামের একটি লজ থেকে অ্যানাস্থেটিস্ট দীপ্র ভট্টাচার্যর দেহ উদ্ধার হয়।  

 

ফের বিতর্কের কেন্দ্রে আবাস যোজনা। এবার কাটোয়ায় আবাস যোজনাকে কেন্দ্র করে শুরু বিতর্ক। 'হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙিতে ২০০ পরিবারের বাস, আবাসে নাম নেই কারও'। ''বিডিও অফিসে আবেদন সত্ত্বেও নাম ওঠেনি আবাস যোজনার তালিকায়'। অভিযোগ হরিশ্চন্দ্রপুরের ধুমসাডাঙি গ্রামের বাসিন্দাদের। ২০১৭-১৮ সালে তৈরি তালিকায় ধুমসাডাঙি গ্রামের কারও নাম নেই, স্বীকার বিডিও-র। অনেকে আবেদনপত্র জমা দিয়েছেন, কিন্তু নতুন করে তালিকায় নাম ঢোকানো সম্ভব নয়। 'দিদিমণি সঠিক তালিকা পাঠালে বলতাম বাংলায় কাঁচা বাড়ি নেই', আবাস যোজনা নিয়ে আক্রমণ BJP-র। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram