Jharkhand: ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের অফিস-গুদামে ২৯০ কোটির হদিশ
Continues below advertisement
ঝাড়খণ্ডে কংগ্রেস সাংসদের অফিস-গুদামে ২৯০ কোটির হদিশ! ঝাড়খণ্ড-ওড়িশার একাধিক ঠিকানায় আয়কর হানা, বান্ডিল বান্ডিল নোট! এখনও ৬-৭টি ঘর তল্লাশি বাকি, খোলা হয়নি অন্তত ৯টি লকার। 'বুদ্ধ ডিসটিলারিস প্রাইভেট লিমিটেড, বলদেব সাহু গ্রুপ অফ কোম্পানিস'। বুদ্ধ দিয়া ডিসটিলারিস প্রাইভেট লিমিটেডের ভুবনেশ্বর অফিসেও অভিযান। আলমারি ভর্তি বান্ডিল বান্ডিল নোট, এখনও মুখে কুলুপ কংগ্রেসের।
Continues below advertisement