Jharkhand MLA: হাওড়া নোটকাণ্ডে এবার 'গুয়াহাটি রহস্য'! Bangla News

Continues below advertisement

হাওড়ায় নোটকাণ্ডে আটক ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ককে গ্রেফতার করল পুলিশ। তদন্তভার নিল সিআইডি। গ্রেফতার করা হয়েছে ৩ বিধায়কের ২ সঙ্গীকেও। প্রতারণা, ষড়যন্ত্র, দুর্নীতি দমন আইনে মামলা রুজু। অন্যদিকে, নোটকাণ্ডে ৩ কংগ্রেস বিধায়ককে ঘিরে রহস্য দানা বেঁধেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার রাতের বিমানে কলকাতা থেকে গুয়াহাটি যান ৩ বিধায়ক। গতকাল সকালে ফের কলকাতায় ফেরেন। খবর পুলিশ সূত্রে। পুলিশের দাবি, বড়বাজারে শাড়ি কিনতে এসেছেন বলে দাবি করেন ৩ কংগ্রেস বিধায়ক। কিন্তু প্রশ্ন, শাড়ি কিনতে বড়বাজারে এসে গুয়াহাটি কেন গেলেন ৩ কংগ্রেস বিধায়ক? বিধায়কদের কাছ থেকে পাওয়া ৪৯ লক্ষ টাকার উৎসই বা কী? তা নিয়ে ঝাড়খণ্ডের ৩ কংগ্রেস বিধায়ক সদুত্তর দিতে পারেননি বলে দাবি পুলিশের। ঝাড়খণ্ডের জোট সরকার ভাঙার নিরন্তর চক্রান্ত চলছে। যাবতীয় তথ্যপ্রমাণ হাতে রয়েছে। কার কার সঙ্গে সাক্ষাৎ করেছেন অসমের মুখ্যমন্ত্রী, সব তথ্য আছে। সময় মতো সব তথ্য প্রকাশ্যে আনা হবে, হুঁশিয়ারি কংগ্রেসের। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram