Kunal On Sukanta : ' ও বেচারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে...চুলকানির ওষুধ লাগবে ' সুকান্তকে কুণালের খোঁচা
পুলিশের ধস্তাধস্তিতে হাতে চোট পেয়েছেন, দাবি সুকান্ত মজুমদারের । ‘গতকালের বিক্ষোভে রাজ্য পুলিশের ধস্তাধস্তিতে হাতে আঘাত পেয়েছি, মুখ্যমন্ত্রী, এভাবে আমায় এবং বিজেপি কর্মীদের ভয় দেখানো যাবে না, আপনার দুর্নীতির বিরুদ্ধে আমাদের প্রতিবাদ বন্ধ করতে পারবেন না, মানুষের জন্য আমাদের লড়াই জারি থাকবে’ ট্যুইট বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের।
' ও বেচারা আইডেন্টিটি ক্রাইসিসে ভুগছে, দিলীপ, পেগাসাস অধিকারীকে প্রচারে থাকতে হবে।' সুকান্তকে কুণালের খোঁচা ।
Tags :
TMC BJP ABP Ananda Kunal Ghosh ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Bangla News Bangla News Live Bengali News এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Sukanta Majumdar এবিপি আনন্দ এবিপি আনন্দ লাইভ বাংলা খবর Bangla News