Train Accident: ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, হাওড়া শাখায় ব্যাহত ট্রেন চলাচল; বাতিল একাধিক এক্সপ্রেস !

Continues below advertisement

ঝাড়খণ্ডে ট্রেন দুর্ঘটনা, হাওড়া-মুম্বই মেল লাইনচ্যুত। দুর্ঘটনার জেরে দক্ষিণ-পূর্ব রেলের হাওড়া শাখায় ট্রেন চলাচল ব্যাহত। বাতিল করা হয়েছে হাওড়া থেকে ঝাড়খণ্ডের কাঁটাভাজ্জিগামী ইস্পাত এক্সপ্রেস, হাওড়া-বারবিল জনশতাব্দী এক্সপ্রেস ও খড়গপুর-ঝাড়গ্রাম-ধানবাদ এক্সপ্রেস। হাওড়া থেকে ঝাড়খণ্ডগামী কয়েকটি ট্রেনের যাত্রাপথ সংক্ষিপ্ত করা হয়েছে। ঘুরপথে চলছে হাওড়া-মুম্বই দুরন্ত এক্সপ্রেস, হাওড়া-পুণে এক্সপ্রেস-সহ বেশ কিছু দূরপাল্লার ট্রেন। এর ফলে বেশ কয়েকটি ডাউন ট্রেন হাওড়া স্টেশনে দেরিতে ঢুকবে।

ফের ট্রেন দুর্ঘটনা, গত ২ মাসে তিন-তিনবার দুর্ঘটনার কবলে পড়লেন যাত্রীরা । এবার ঝাড়খণ্ডের চক্রধরপুরের কাছে বেলাইন মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস । লাইনচ্যুত হয়েছে ট্রেনের ১৮টি বগি । দুর্ঘটনায় মৃত ২, আহত ২০, খবর সংবাদসংস্থা PTI সূত্রে । সূত্রের খবর, আগেই দুর্ঘটনায় বেলাইন হওয়া মালগাড়ির বগিতে ধাক্কা এক্সপ্রেসের। ওই বগিগুলির সঙ্গে ধাক্কা লেগেই মুম্বইগামী হাওড়া-CSMT এক্সপ্রেস লাইনচ্যুত হয়, খবর সূত্রের। চক্রধরপুর থেকে রওনা দিয়েছে রিলিফ ট্রেন, দুর্ঘটনাস্থলে শুরু হয়েছে উদ্ধারকাজ। হাওড়া স্টেশনে খোলা হয়েছে হেল্প ডেস্ক, নম্বর দুটি হল 033-26382217 এবং 94333-57920।

 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram