Kolkata Doctor Protest : অধ্যক্ষের দায়িত্ব সন্দীপ ঘোষকে ; চাইছে না কলকাতা ন্যাশনাল মেডিক্যাল
ABP Ananda LIVE: সকালে এক মেডিক্যাল থেকে ইস্তফা, বিকেলেই আরেক মেডিক্যালে! সরকারি চাকরি থেকে ইস্তফার কয়েক ঘণ্টার মধ্যেই নতুন পদ! গৃহীত হল না সরকারি চাকরি থেকে ইস্তফা, নতুন দায়িত্বে সন্দীপ ঘোষ । ন্যাশনাল মেডিক্যালে কলেজের অধ্যক্ষ করা হল সন্দীপ ঘোষ। আরজি কর থেকে ইস্তফা, ন্যাশনাল মেডিক্যালে সন্দীপ ঘোষ। ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষকে পাঠানো হল স্বাস্থ্য ভবনে। স্বাস্থ্য ভবনে বদলি ন্যাশনাল মেডিক্যালের অধ্যক্ষ অজয় রায়। বিতর্কিত আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবার ন্যাশনাল মেডিক্যালে। স্বাস্থ্য ভবন থেকে আরজি করের ভারপ্রাপ্ত অধ্যক্ষ হলেন সুহৃতা পাল । আরজি কর মেডিক্যালের এমএসভিপি হলেন বুলবুল মুখোপাধ্যায়। বিতর্কিত আরজি করের অধ্যক্ষকে ন্যাশনাল মেডিক্যালে পাঠাল সরকার।
অপমান সহ্য করতে পারছি না', পদত্যাগ করলেন আরজি করের অধ্যক্ষ সন্দীপ ঘোষ। 'চাপে নয়, স্বেচ্ছায় পদত্যাগ বললেন আরজি করের অধ্যক্ষ। আউটডোরের মূল গেট বন্ধ। গ্যাস্ট্রোপেন্ট্রোলজি বিভাগে দেখতে আজই রাঁচি থেকে এসেছেন গীতা দে। তাঁর দাবি চিকিৎসকরা আসবেন না জানিয়ে হাপাতালের নিরাপত্তারক্ষী ফিরে যেতে বলেন তাঁদের। আরও খবর, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসককে খুনের আগে-পরের ঘটনাক্রম সাজাতে ভিডিওগ্রাফির সাহায্য নিচ্ছে লালবাজার। আজ ভোর ৪টে নাগাদ কলকাতা গোয়েন্দা পুলিশের একটি দল হাসপাতালে যায়। সেমিনার রুম ও চারতলার বাকি অংশের ভিডিওগ্রাফি করে তারা। সকাল সাড়ে ৬টা নাগাদ পুলিশের দল বেরিয়ে যায়। ইতিমধ্যেই চেস্ট মেডিসিন বিভাগের CC ক্যামেরার ফুটেজ সংগ্রহ করেছে পুলিশ। আজ ময়নাতদন্তের চূড়ান্ত রিপোর্ট দেওয়ার আগে, চারতলার সেমিনার হলে যাবে ময়নাতদন্তকারী চিকিৎসকদের তিন সদস্যের দল। তারপর ময়নাতদন্তকারী চিকিৎসকদের সঙ্গে বৈঠক করবেন কলকাতা পুলিশের অফিসাররা। সেখানে এই ঘটনায় এখনও পর্যন্ত হাতে আসা পারিপার্শ্বিক তথ্যপ্রমাণ ও ময়নাতদন্তের রিপোর্ট মিলিয়ে দেখা হবে। পুলিশ সূত্রে দাবি, গ্রেফতারের পর সঞ্জয় রায়ের কাছ থেকে উদ্ধার হয় জুতো। তাতে রক্ত লেগে ছিল। সেই জুতো জোড়া বাজেয়াপ্ত করেছে পুলিশ। তদন্তকারীদের অনুমান, এই ভয়ঙ্করকাণ্ড ঘটানোর পর প্রমাণ লোপাট করতে জামা ও বারমুডা ধুয়ে ফেলে সঞ্জয়। প্রশ্ন উঠছে, তাহলে কি ওই মহিলা চিকিৎসককে আগে থেকেই চিনত এই সিভিক ভলান্টিয়ার? আগে থেকেই তাঁকে টার্গেট করেছিল? বৃহস্পতিবার সবার নজর এড়িয়ে কী করে জরুরি বিভাগের চারতলায় পৌঁছে গেছিল সে? চেষ্ট মেডিসিন ডিপার্টমেন্টের সেমিনার হল কি রেকি করেছিল?