RG Kar News: 'এই রাজপথে এই বছর প্রতিবাদের মাধ্যমেই উৎসব হবে',মন্তব্য ঊষসীর | ABP Ananda LIVE
ABP Ananda LIVE: 'পুরো ব্যাপারটাই দুর্ভাগ্যজনক। আমার তো এখন রং মেখে অভিনয় করার কথা। সবছেড়ে আমরা রাজপথে বসে আছি। দেবীপক্ষের আরাধনা ছেড়ে আমাদের এখন প্রতিবাদ পক্ষ পালন করতে হচ্ছে। এই রাজপথে এই বছর প্রতিবাদের মাধ্যমেই আমাদের উৎসব হবে',বললেন ঊষসী।
অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। জুনিয়র ডাক্তারদের নবান্ন থেকে ইমেল। বৈঠকের বার্তা দিয়ে জুনিয়র ডাক্তারদের ইমেল। টানা আন্দোলনের মধ্যেই সরকারের বৈঠকের বার্তা । পারলে আজই নবান্নে আসার বার্তা সরকারের। নবান্নের বার্তার পরেই আলোচনায় জুনিয়র ডাক্তাররা। '৬.১০: ১০জনকে আসার জন্য ইমেল করা হয়েছিল'। 'প্রধান সচিবের মাধ্যমে জুনিয়র ডাক্তারদের ইমেল'। 'এতক্ষণ অপেক্ষা করেছিলেন মুখ্যমন্ত্রী, কোনও বার্তা আসেনি'। 'কোনও জবাব না আসায় সাড়ে ৭টা পর্যন্ত অপেক্ষা করেছিলেন'। অবস্থানে অনড় জুনিয়র ডাক্তাররা, নবান্ন থেকে বেরোলেন মুখ্যমন্ত্রী। নবান্নের বার্তাতে সাড়া দিলেন না জুনিয়র ডাক্তাররা 'এই ইমেল অপমানজনক, ১০জনকে ডাকাটাও অসম্মানজনক'। 'যেভাবে ডাকা হয়েছে, তাতে আন্দোলনকেই অসম্মান'।