SLST: নিয়োগের দাবিতে এবার বিধায়কদের হস্টেলের সামনে SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ | ABP Ananda Live

Continues below advertisement

SLST Jobe seekers agitation in kolkata: নিয়োগের দাবিতে এবার কিড স্ট্রিটে বিধায়কদের হস্টেলের সামনে  SLST চাকরিপ্রার্থীদের বিক্ষোভ। মেয়ো রোডে গান্ধী মূর্তির নীচে ৮৭১ দিনে পড়েছে নবম থেকে দ্বাদশ ২০১৬-র SLST চাকরিপ্রার্থীদের ধর্না। নিয়োগ নিয়ে বিধানসভায় বিধায়করা চুুপ কেন, প্রশ্ন তুলে এদিন কিড স্ট্রিটে এমএলএ হস্টেলের সামনে বিক্ষোভ দেখাচ্ছেন SLST চাকরিপ্রার্থীরা।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram