Jodhpur Park: 'উৎসবে'র নাম করে ক্যাফেতে 'তোলাবাজি', থানায় অভিযোগ দায়েরের পথে বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর 'চেষ্টা' |Bangla News
Continues below advertisement
যোধপুর পার্কে ক্যাফেতে তোলাবাজির অভিযোগ। ‘যোধপুর পার্ক উৎসবে’র নাম করে তোলাবাজির অভিযোগ। ‘উৎসবের বিজ্ঞাপনের রেটচার্ট ধরিয়ে ক্যাফের কর্ত্রীকে চেকের মাধ্যমে টাকা দিতে চাপ উদ্যোক্তাদের। টাকা দিতে অস্বীকার করায় গতরাতে ক্যাফের বাইরে জমায়েত। উৎসবের উদ্যোক্তাদের বিরুদ্ধে জমায়েতের অভিযোগ। ভিডিও রেকর্ডিংয়ের সময় মোবাইল ফোন কেড়ে নেওয়ার অভিযোগ। রাজ্য মহিলা কমিশনে যোগাযোগ করায় লেক থানায় যাওয়ার পরামর্শ’। লেক থানায় অভিযোগ দায়ের ক্যাফের কর্ত্রীর। থানায় অভিযোগ দায়ের করে ফেরার সময় গাড়ি আটকাবার চেষ্টা। বাইকে ধাওয়া করে গাড়ি আটকানোর চেষ্টার অভিযোগ। ‘যাদবপুর থানার সামনে গাড়ি থামিয়ে কোনওক্রমে রক্ষা’। পরে পুলিশি নিরাপত্তায় বাড়ি পৌঁছন, দাবি ক্যাফের কর্ত্রীর। অভিযোগের তদন্ত করে দেখা হচ্ছে, জানিয়েছে পুলিশ। এমন ঘটনা ঘটে থাকলে ভুল হয়েছে, দাবি উৎসবের উদ্যোক্তাদের।
Continues below advertisement
Tags :
ABP Ananda ABP Ananda Bengali News ABP Ananda Digital ABP Ananda LIVE Ajker Bangla Khabar Ajker Khobor Bangla Khabar Bangla News Bangla News Live Bengali News Bengali News Live Khabar Bangla News Khobor Bangla Live News Bangla Extorsion Jodhpurpark Cafe