Joka Taratola Metro: আজ থেকে শুরু হল জোকা-তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা, প্রথম দিনেই উৎসাহীদের ভিড়
Continues below advertisement
আজ থেকে জোকা-তারাতলা মেট্রো রুটে যাত্রী পরিষেবা শুরু হল। প্রথম দিন মেট্রোয় উঠতে উৎসাহীদের ভিড় ছিল চোখে পড়ার মতো। সোম থেকে শুক্র সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে জোকা-তারাতলা মেট্রো। প্রথম পর্যায়ে সাড়ে ৬ কিলোমিটার যাত্রাপথে রয়েছে ৬টি স্টেশন। জোকা, ঠাকুরপুকুর, সখেরবাজার, বেহালা চৌরাস্তা, বেহালা বাজার এবং তারাতলা। এই রুটে সর্বনিম্ন ভাড়া ৫ টাকা ও সর্বোচ্চ ভাড়া ২০ টাকা। আপাতত এক লাইনে একটি ট্রেন গন্তব্যে পৌঁছোলে তবেই পরবর্তী ট্রেন ছাড়বে।
Continues below advertisement
Tags :
Bangla News Bangla News Live Metro Bengali News ABP Ananda LIVE ABP Ananda Digital ABP Ananda ABP Ananda Bengali News Joka Taratota Metro