Jorabagan News: কেন খুন করা হয়েছে জোড়াবাগানের পৌঢ়কে ? খুনের কারণ ঘিরে ধোঁয়াশা | ABP Ananda LIVE
ABP Anana LIVE: ব্যক্তিগত আক্রোশের জেরে খুন করা হয়েছে জোড়াবাগানের (Jorabagan News) বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে। প্রাথমিক তদন্তের পর এমনটাই অনুমান পুলিশের। পাশাপাশি এই ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করেছে পুলিশ। ঠিক কী কারণে এই ব্যক্তি খুন হলেন তা খতিয়ে দেখা হচ্ছে। এবার জোড়াবাগানের সেন লেনের বাসিন্দা অভিজিৎ বন্দ্যোপাধ্যায় খুনের ঘটনায় নদিয়ার চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করল পুলিশ। ডিসি নর্থ দীপক সরকার বলেন, "চাপড়া থেকে এক নাবালককে গ্রেফতার করা হয়েছে। আগামীকাল তাকে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলা হবে।''
চারতলা এই বাড়ির ছাদের একটি ঘরে থাকতেন ৫৮ বছরের অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার কালীপুজোর দিন ঘর থেকে তাঁর ক্ষতবিক্ষত দেহ উদ্ধার করা হয়।পুলিশ জানিয়েছে, নৃশংসভাবে খুন করা হয় এই ব্যক্তিকে। মৃতদেহে ছিল কোপানোর একাধিক ক্ষতচিহ্ন। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, বুধবার রাত ১টা থেকে দুটোর মধ্যে খুন করা হয় তাঁকে। অন্যদিকে পুলিশ সূত্রে দাবি, ঘরের সামনের দরজা বন্ধ থাকলেও, পিছনের দরজা খোলা ছিল। তা দেখে তদন্তকারীরা অনুমান করেন, আততায়ী নিহতের পূর্ব পরিচিত হতে পারে। মৃতের দেহ থেকে সোনার আংটি ও গলার চেন উধাও হয়ে যায়। খোয়া যায় তাঁর মোবাইল ফোন। আততায়ীর সন্ধান পেতে, ঘটনাস্থলের আশেপাশের সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখেন তদন্তকারীরা।