Joyprakash Majumdar: 'বাইরে থেকে লোক এনে বঙ্গ BJP-কে দুর্বল করে দেখানোর চেষ্টা', বিস্ফোরক জয়প্রকাশ | Bangla News

Continues below advertisement

সাময়িক বরখাস্তের পরেই বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার। বাইরে থেকে লোক এনে বঙ্গ বিজেপিকে দুর্বল করে দেখানোর চেষ্টার অভিযোগ। জয়প্রকাশের নিশানায় সুকান্ত মজুমদার, অমিতাভ চক্রবর্তীও।

বিজেপিতে বাংলার নেতার গুরুত্ব খর্ব করা হয়েছে। ২ মে বেলা ১২টার পর থেকেই হেস্টিংসের অফিস থেকে বড় বড় নেতার নিষ্ক্রমণ শুরু হয়, তোপ জয়প্রকাশের। 

'নির্বাচনে কেন এরকম ফল কোনও পর্যালোচনা হয়নি। ভার্চুয়াল মিটিংয়ে কথা তুলতে গেলে হয় চুপ করিয়ে দেওয়া হয়েছে, নয়তো মাইক বন্ধ করে দেওয়া হয়েছে', সাময়িকভাবে বহিষ্কৃত হওয়ার পর বিস্ফোরক জয়প্রকাশ মজুমদার।  

যাদের জনজীবনে কোনও অবদান নেই, তাঁরাই মধুভোগ করতে এসেছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়, পার্থ চট্টোপাধ্যায়ের কাছে থেকে সুবিধা পেয়েছেন, তাঁরাই এসব করছেন, আক্রমণ করেছেন রীতেশ তিওয়ারির (Ritesh Tiwari)।

কয়লাকাণ্ডে আইনমন্ত্রী মলয় ঘটককে ফের ইডির (ED) নোটিস। কয়লাকাণ্ডে দিল্লির সদর দফতরে আইনমন্ত্রীকে তলব। ২ ফেব্রুয়ারি দিল্লিতে মলয় ঘটককে (Malay Ghatak) হাজিরার নোটিস। ‘জিজ্ঞাসাবাদে পাওয়া বয়ানের সঙ্গে অন্যদের বয়ানে অসঙ্গতি’, তাই ফের আইনমন্ত্রী মলয় ঘটককে তলব, খবর ইডি সূত্রে।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram