JU incident: 'ছাত্রদের দাবিগুলো গণতান্ত্রিক দাবি', নাগরিক মিছিল থেকে বললেন আহত ছাত্রের বাবা
ABP Ananda Live: 'ছাত্রদের দাবিগুলো গণতান্ত্রিক দাবি। ছাত্র সংসদ নির্বাচন অত্যন্ত জরুরি দাবি।' নাগরিক মিছিল থেকে বললেন আহত ছাত্রের বাবা।
বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে, দাবি রাজ্য বিজেপির সভাপতির
তৃণমূল কংগ্রেসের পর এবার জাতীয় নির্বাচন কমিশনের দ্বারস্থ রাজ্য বিজেপি। মঙ্গলবার দিল্লিতে নির্বাচন কমিশনের সক্ষে সাক্ষাৎ রাজ্য বিজেপির প্রতিনিধিদলের। প্রতিনিধিদলে সুকান্ত মজুমদার, অমিত মালব্য, ওম পাঠক ও শমীক ভট্টাচার্য। ১১ মার্চ বিকেল ৪ ভুয়ো ভোটারের নামের তালিকা জমা দেওয়া হবে, জানালেন সুকান্ত মজুমদার। বাংলায় ভোটার তালিকায় ১৭ লক্ষের বেশি ভুয়ো ভোটারের নাম রয়েছে, দাবি রাজ্য বিজেপির সভাপতির
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও!
শুধু উত্তরপ্রদেশ, হরিয়ানা, গুজরাত নয়, পশ্চিমবঙ্গের ভোটার তালিকায় বাংলাদেশিও! এ-রাজ্যের ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিকের নাম! পূর্বস্থলীর ভোটার তালিকায় বাংলাদেশের নাগরিক ভৃগুরাম দাস! বাংলাদেশের ভোটার কার্ড থাকা সত্ত্বেও এ-রাজ্যের ভোটার তালিকায়! ভৃগুরাম দাসকে 'ভূতুড়ে' ভোটার বলে দাবি তৃণমূল বিধায়ক তপন চট্টোপাধ্যায়ের।