JU Student Death: 'দশটার পর অভিযোগ পেয়েও কেন ফলোআপ করেননি?' যাদবপুরে পড়ুয়া মৃত্যু তদন্তে ডিন অব স্টুডেন্টসকে দ্বিতীয়বার তলব লালবাজারের

Continues below advertisement

যাদবপুরে পড়ুয়া মৃত্যু তদন্তে গতকাল ডিন অব স্টুডেন্টসকে দ্বিতীয়বার তলব করে
লালবাজার। মূল প্রশ্ন হল, ঘটনার দিন রাত দশটার পর অভিযোগ পেয়েও কেন ফলোআপ করেননি তিনি? ১ ঘণ্টা ৪০ মিনিট ধরে তিনি পদক্ষেপ নিয়েছিলেন? সুপারকে জানানোতেই কে ডিন অফ স্টুডেন্টস্-এর দায়দায়িত্ব শেষ হয়ে যায়? কেন নিজে সেখানে গেলেন না
? সুপারকে সেখানে যেতে নির্দেশ দিলেন না? ডিন অফ স্টুডেন্টস্ তখনই সেখানে গেলে কি ছাত্রমৃত্যুর মতো চরম ঘটনা এড়ানো যেত? ডিন অফ স্টুডেন্টস রজত রায়ের কাছে জানতে চাওয়া হয়, হস্টেলে ঢোকা-বেরোনোর নিয়ম কী? প্রাক্তনীরা দিনের পর দিন কীভাবে সেখানে থাকত?
ডিন অফ স্টুডেন্টস কী জানতেন প্রাক্তনীরা হস্টেলে থাকে? রজত রায়ের
কাছে জানতে চাওয়া হয় ডিন অফ স্টুডেন্টসের ভূমিকা কী?
অ্যান্টি র‍্যাগিং কমিটি কি কার্যকরী ছিল? কেন সিসিটিভি সরানো হয়েছিল?
কাদের নির্দেশে সরানো হয়েছিল? ঘটনার রাতে হস্টেল সুপারের ভূমিকা কী ছিল? পুলিশ সূত্রে দাবি, জিজ্ঞাসাবাদে গাফিলতি স্বীকার করে ডিন অফ স্টুডেন্টস জানিয়েছেন, কিছু ভুল আছে শুধরে নেওয়ার চেষ্টা করছি।
হস্টেলে নৈরাজ্য চলে, ছাত্রদের প্রতিরোধের মুখে চাইলেও কিছু করা যায় না।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram