Pabitra Sarkar: 'বাংলাদেশে সংখ্যাগুরুদের একাংশ বিপন্ন', বলছেন পবিত্র সরকার

Continues below advertisement

Jukti Tokko: বাংলাদেশের সঙ্গে ১৯৮৮-এর পর থেকে আমার দীর্ঘ সংযোগ ঘটেছে। গত জুলাই মাসেও আমি বাংলাদেশে গিয়েছিলাম, সেখানে আটকেও পড়েছিলাম। ওখানে সংখ্যাগুরু এবং সংখ্যালঘুরা এককাট্টা নয়। সংখ্যালঘুরা ওখানে আওয়ামী লিগকে সমর্থন করতেন, ফলে তাদের উপর একটা রাজনৈতিক ক্রোধ থাকা অস্বাভাবিক নয়। যেভাবে ৩৫ শতাংশ থেকে হিন্দুরা ধীরে ধীরে ৮ শতাংশে এসে দাঁড়িয়েছে তাতে বোঝা যায় সাম্প্রদায়িকতার উপাদান কিছুটা হলেও আছে। সাম্প্রদায়িকতা একটা জটিল বিষয়, একটা সংকীর্ণ অর্থনীতি এর সঙ্গে জড়িয়ে আছে। সংখ্যাগুরুদের একাংশ কিন্তু বিপন্ন, কারণ তারা আওয়ামি লিগকে সমর্থন করেন।' এবিপি আনন্দের 'যুক্তি-তক্কো' অনুষ্ঠানে এসে বললেন শিক্ষাবিদ পবিত্র সরকার।  

 

আরও খবর,  নতুন করে মেয়ের খুনের তদন্ত চেয়ে হাইকোর্টে মামলা আর জি কর কাণ্ডে নিহত চিকিৎসকের পরিবার। 'বর্তমানে যে তদন্ত চলছে তাতে তাঁদের আস্থা নেই'। তাঁদের দাবি, দ্রুত এই তদন্ত নতুন করে শুরু করার নির্দেশ দিক আদালত। তদন্তের নামে সব তথ্য প্রমাণ লোপাট হয়ে গিয়েছে, নিহত চিকিৎসকের পরিবারের। এখনই আদালত হস্তক্ষেপ না করলে পরিস্থিতি আরও হাতের বাইরে চলে যাবে, আশঙ্কা চিকিৎসকের পরিবারের। বিচারপতি তীর্থঙ্কর ঘোষ অনুমতি দিয়ে সিবিআইকে মামলায় যুক্ত করার নির্দেশ দিলেন সোমবার বিষয়টি আদালতে ফের উল্লেখ করার নির্দেশও দিয়েছেন তিনি।

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram