Jukti Takko: 'আমাদের লড়াই কি সত্যিই শেষ? শেষ হবে যখন.....'মন্তব্য জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর

Continues below advertisement

ABP Ananda Live: '৯ই অগাস্টকে কেন্দ্র করে আর জি কর মেডিক্যালের গুটিকয়েক ছাত্রছাত্রী যখন তিলোত্তমার বিচারের দাবিতে যখন আন্দোলন শুরু করে তখন শুধুমাত্র একটি জিনিস মাথায় ছিল যে একটা হসপিটাল ক্যাম্পাসের মধ্যে এরকম একটা নারকীয়, পৈশাচিক ঘটনা পরিলক্ষিত করেছি কিনা? এই ঘটনা যদি আমরা অতীতে পরিলক্ষিত না করি তাহলে আমি বন্ধু হয়ে তার জন্য কী করতে পারি! সেই জায়গা থেকে আমাদের এই আন্দোলনের সূচনা। আজ প্রায় ৭০ থেকে ৭২ দিন আমাদের আন্দোলন অতিবাহিতি নানান কর্মসূচির মধ্য দিয়ে। শুরুর দিন থেকে অনশন তোলা পর্যন্ত আমাদের লড়াই কি সত্যিই শেষ? আমাদের লড়াই তখনই শেষ হবে যখন আমরা উপযুক্ত বিচার পাব। লড়াই আন্দোলনের ফর্ম বদলাতে পারে কিন্তু আন্দোলন থামবে না', মন্তব্য জুনিয়র ডাক্তার অনিকেত মাহাতোর ।  

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram