Jukti Takko: 'ডাক্তারদের সুরক্ষা কি খালি CCTV, আলো, নিরাপত্তা দিয়ে হয়?', মন্তব্য পুণ্যব্রত গুণের
ABP Ananda Live: '৯ই অগাস্ট- র ঘটনা আমরা শোনার পর প্রথম আন্দোলন আমরা জয়েন্ট প্ল্য়াটফর্ম অফ ডক্টরস্ থেকে শুরু করেছিলাম। তখন জুনিয়র ডাক্তারদের কোনও সংগঠন ছিল না । তখন জুনিয়র ডাক্তারদের যে সংগঠন ছিল সেটা মূলত তৃণমূলের আশ্রিতা। ধর্ষণ বা হত্যার ঘটনা তো অনেক ঘটে এটার মধ্যে আমরা যেটা লক্ষ করলাম সেটা হল শুরু থেকেই প্রশাসনের একটা অংশ, কলেজ কর্তৃপক্ষের একটা অংশ এবং পুলিশ প্রশাসনের একটা অংশ তারা অপরাধীদের আড়াল করার চেষ্টা শুরু করল। জুনিয়র ডাক্তারদের এই আন্দোলনের সঙ্গে আমরা সিনিয়র ডাক্তাররা রয়েছি যতদিন না অভয়া বিচার পাই। জুনিয়র ডাক্তারদের ১০ দফা দাবি আপনারা দেখবেন সেখানে সুবিচার ছাড়াও আরও অনেক দাবি আছে । ডাক্তারদের সুরক্ষা কি খালি CCTV, আলো, নিরাপত্তা দিয়ে হয়? ডাক্তারদের ওপর হামলা হয় রোগীর পরিবার থেকে। তাদের মারার কারণ হল তারা যে আসা নিয়ে হাসপাতালে আসেন সেই আসা যখন পূরণ হয় না তাখন তারা তাদের হাতের কাছে যারা আছে তাদের ওপর ক্ষোভ উগরে দেই।', মন্তব্য সিনিয়র ডাক্তার পুণ্যব্রত গুণের।