Partha Mukhopadhyay:শিক্ষায় হয় জাতির উদয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই কথাগুলো আজকে হাস্যকর:পার্থ
ABP Ananda LIVE: 'শিক্ষায় হয় জাতির উদয়, শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড, এই কথাগুলো আজকে আমাদের কাছে হাস্যকর লাগছে। কেন্দ্রের ক্ষেত্রে যেমন নিট, নেট পরীক্ষাগুলি বাতিল হল রাজ্যের ক্ষেত্রে পরীক্ষা হয়ত বাতিল হয়নি কিন্তু সে পরীক্ষাগুলো থেকে যে চাকরি হল সেগুলো সব বাতিল হল। কেন্দ্র রাজ্যের মেলবন্ধন রয়েছে এদিক থেকে। নিট পরীক্ষায় ৭২০-র মধ্যে ৭১৯ পেয়েও তার পছন্দ মতো কলেজে ভর্তি হওয়ার সুযেগ সে পাবে না কারণ ৬৭জন একই নম্বর পেয়েছে', মন্তব্য পার্থ মুখোপাধ্যায়ের।
মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জবরদখলের অভিযোগ শুভেন্দুর। 'কালীঘাটে নালার জমি দখল করে মিটিং হল তৈরি করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। মমতাকে দেখে সুজিত বসু দত্তাবাদে জলাভূমি বুজিয়ে ফেলেছেন'। নজিরবিহীন আক্রমণ শুভেন্দুর। মুখ্যমন্ত্রীর কড়া বার্তার পরেই আসানসোলে আরএসএস কার্যালয়ে নোটিস। আরএসএস কার্যালয়ে নোটিস পাঠাল আসানসোল পুরসভা। ব্লিডিং প্ল্যান-সহ একাধিক নথি চেয়ে পাঠাল আসানসোল পুরসভা।৭ দিনের মধ্যে আরএসএস কার্যালয় সংক্রান্ত সমস্ত তথ্য জমা দেওয়ার নির্দেশ। পুকুর ভরাট করে সঙ্ঘের কার্যালয় তৈরির অভিযোগ, তদন্তে পুরসভা-প্রশাসন। গতকাল সঙ্ঘের কার্যালয়ে যায় পুরসভা ও ভূমি রাজস্ব দফতরের প্রতিনিধিরা। শুক্রবার সকাল থেকে রামপুরহাট, বোলপুরে রাস্তার উপরে থাকা অবৈধ কাঠামো ভাঙার কাজ চলছে। বুলডোজার দিয়ে রামপুরহাট থেকে তারাপীঠ যাওয়ার রাস্তায় চলছে অভিযান। ২ জায়গাতেই মোতায়েন পুলিশবাহিনী। অন্য়দিকে গড়িয়াহাটে রাস্তার হকারদের সমীক্ষা চালালেন মেয়র পারিষদ দেবাশিস কুমার। ABP Ananda Live