Jukti Takko: ডাক্তারবাবুরা আমাদের সমর্থন না করলেও, তাঁদের সমর্থন করতে আমাদের সমস্যা নেই: সজল ঘোষ

Continues below advertisement

ABP Anand live: 'দেবীপক্ষে অভয়ার বিচার হোক, অসুর শক্তির বিনাশ হোক। এই আন্দোলনকে আমরা সর্বাত্মকভাবে সমর্থন করি। ডাক্তারবাবুরা আমাদের সমর্থন না করলেও, তাঁদের সমর্থন করতে আমাদের সমস্যা নেই। আমরা দেখেছি কীভাবে মৃতদেহ ছিনতাই করা হয়েছিল। মৃতদেদের গাড়িতে বাড়ির লোকের জায়গা হয়নি। অনেক কিছু বদল হলেও, অবস্থার কোনও পরিবর্তন হয়নি। আমারা এর মধ্যে জয়গনর, কৃষ্ণনগর দেখেছি। একের পর এক সরকারি হাসপাতালে আক্রমণের ঘটনা ঘটেছে', বললেন সজল ঘোষ।

"অনেক দূর সময় কাটিয়ে দিয়ে/তারপর তবু/চলার কিছুটা আরো পথ আছে টের পাই।" লিখেছিলেন জীবনানন্দ, কিন্তু নবান্ন সভাঘরে, সোমবার, যে মিটিং-টা পঁয়তাল্লিশ মিনিটের গণ্ডি ছাড়িয়ে দু'ঘণ্টায় পৌঁছল, সেই বৈঠকের ক্ষেত্রেও সমানভাবে প্রযোজ্য়। 'আরও পথ আছে'-তো বটেই, কারণ সুবিচার এখনও বহুদূর। তবে বৈঠকের নির্যাস নিয়েও বঙ্গসমাজ দ্বিধাবিভক্ত। একদল বলছে, এই পর্যায়ে যেভাবে, মুখ্য়মন্ত্রীর সামনে বসে, সরকারি অবস্থানকে চ্য়ালেঞ্জ করে, পাল্টা জবাব দিয়ে, নিজেদের বেশিরভাগ দাবি আদায় করেছেন জুনিয়র ডাক্তাররা, তা অভূতপূর্ব এবং ঐতিহাসিক। অন্য় দল বলছে, প্রায় আড়াই মাসের আন্দোলন শেষে যেভাবে বৈঠকের বেশিরভাগ সময়, শুধুমাত্র ছাত্রভোট আর কমিটি-গঠন নিয়ে ব্য়য় হল, তা হতাশাজনক। তাই দিনের শেষে হাতে রইল পেনসিল! এই দুই মেরুর ভাবনা নিয়েই আজ আলোচনা হবে এই বিশেষ পর্বে। 

Continues below advertisement

JOIN US ON

Whatsapp
Telegram